কাজ করতে না দেওয়ার চক্রাম্ত চলছে তৃণমূলের
সীমাম্ত শহর বনগাঁকে যানজট-মুক্ত করতে, আম্তর্জাতিক বাণিজ্যের সুবিধার্থে একটি ফ্লাইওভার করার জন্য ১০ কোটি টাকা এবং ইছামতী নদী সংস্কারের জন্য আরও ৩০ কোটি টাকা অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সোমবার বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী জেলার ৭৫টি প্রকল্পের উদ্বোধন, ৭৩টি প্রকল্পের শিলান্যাস এবং কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল বিতরণ-সহ একাধিক পরিষেবা প্রদান করেন৷