ইন্দোনেশীয় উড়োজাহাজের খোঁজে তল্লাশি
ইন্দোনেশীয়
সমুদ্রের নীচেই রয়েছে উধাও হয়ে যাওয়া ইন্দোনেশীয় বিমান কিউজেড-৮৫০১। রেডার-তথ্য বিশ্লেষণ করে সন্ধানকারী দলের তরফে এমনটাই জানানো হয়েছে। রবিবার সকালে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৫৫ জন যাত্রী ও ৭ জন কর্মী-সহ মাঝ আকাশ থেকে উধাও হয়ে যায় এয়ার এশিয়ার ওই বিমানটি। সারা দিন খুঁজেও বিমানটির সন্ধান পাওয়া যায়নি। খারাপ আবহাওয়া ও অন্ধকার নেমে আসার কারণে ওই দিন সন্ধ্যায় সন্ধানকাজ স্থগিত করে দেওয়া হয়। সোমবার দিনের আলো ফুটতেই ফের শুরু হয় সন্ধানের কাজ।