বইমেলায় থাকছে অ্যানড্রয়েড অ্যাপ্স
এবার বইমেলায় থাকছে বিশেষ অ্যাপ্স৷ পছন্দের বইয়ের স্টল কোথায় আছে, জেনে নেওয়া যাবে এই অ্যাপ্সের সাহায্যে৷ যে-কোনও অ্যানড্রয়েড মোবাইলেই এই অ্যাপ্স ডাউনলোড করা যাবে৷ ...............
এবার বইমেলায় থাকছে বিশেষ অ্যাপ্স৷ পছন্দের বইয়ের স্টল কোথায় আছে, জেনে নেওয়া যাবে এই অ্যাপ্সের সাহায্যে৷ যে-কোনও অ্যানড্রয়েড মোবাইলেই এই অ্যাপ্স ডাউনলোড করা যাবে৷ যাঁদের মোবাইলে অ্যানড্রয়েড সুবিধা নেই, তাঁদের জন্য মেলায় থাকবে বিশেষ কিয়স্ক৷ সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এ কথা জানান পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি৷ বলেন, বইমেলা শুরুর ১৫ দিন আগে অ্যাপ্সের বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে৷ আগামী ২৮ জানুয়ারি থেকে মিলন মেলায় শুরু হচ্ছে ৩৯তম আম্তর্জাতিক বইমেলা৷ গ্রেট ব্রিটেনকে থিম করে সেজে উঠছে এবারের বইমেলা৷ বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ থাকতে পারেন নোবেলজয়ী ব্যক্তিত্বরা৷ তবে এবারে ইংরেজি প্রকাশকের সংখ্যা গত বারের চেয়ে বেশি৷ কারণ এবারে ফোকাল থিম ব্রিটেন৷ বইপ্রেমীদের জন্য গত বছরের মতো এ বছরও থাকছে প্রিভিলেজ কার্ড. তবে সেই বাস ঠিকমতো পরিষেবা দেয় না বলেই সমস্যা তৈরি হয়৷ বাস পরিষেবা নিয়ে কথা হয়েছে পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ ব্রিটিশ কাউন্সিলের আঞ্চলিক অধিকর্তা সুজাতা সেন বলেন, বেশ কয়েক বছর পর আবার কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে ব্রিটেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও ব্রিটেনের শিল্পীদের নিয়ে থাকবে ফিউশন মিউজিক৷ শে‘পিয়রের জন্মবার্ষিকী উপলক্ষে থাকবে বিশেষ অনুষ্ঠান৷ থাকবে দুই দেশের নামী-দামি লেখক, কবি ও শিল্পীদের সৃষ্টির সম্ভার৷ এদিন ত্রিদিববাবু আরও জানান, বইমেলার ১২ দিন কোনও রাজনৈতিক দলকে মিটিং, মিছিল বা বিক্ষোভ সমাবেশ না রাখার জন্য আবেদন জানানো হয়েছিল৷ তারা আমাদের আবেদন মেনে নিয়েছে৷ প্রতি বছরের মতো এ বছরও বইমেলায় থাকছে সাহিত্য-উৎসব৷ অংশ নেবেন ‘মাদ্রাস কাফে’র প্রকাশ বেলাওয়াড়ি, ‘অ্যান ইন্ডিয়ান স্টোরি’র উপমন্যু চ্যাটার্জি, ‘প্রিন্স অফ অযোধ্যা’র অশোক ব্যাঙ্কার, লেখিকা কোয়েসরা শাহরাজ, সুধা মূর্তি প্রমুখ৷ বইমেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যম্ত৷ এবারের বইমেলায় স্টল থাকছে প্রায় ৭৫০টি৷ লিটল ম্যাগাজিনের স্টল থাকছে প্রায় ২০০টি৷ বাংলাদেশের ২০-২৫ জন প্রকাশক সংস্হা বইমেলায় স্টল দিচ্ছে৷ এ ছাড়া থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, ইকুয়েডর, কলম্বিয়া, চিলি, পেরু, ভিয়েতনাম, তুরস্ক এবং অন্যান্য দেশ৷