Buscar
sábado, 21 de diciembre de 2024 00:22h.
gold-arrest

উদ্ধার দেড় কোটি টাকা মূল্যের সোনার বাট

ব্যাঙ্কক থেকে সোনা আনার পথে শনিবার রাতে দুই যাত্রী ধরা পড়ে গিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। সকালে হতেই ব্যাঙ্কক থেকে আসা অন্য একটি বিমানে পাওয়া গেল সোনা। 

descarga (1)

এবার মুকুলকে সিবিআই-তলব

সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে সিবিআই-এর হাতে আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র। তৃণমূলের দুই সাংসদ কুণাল ঘোষ এবং সৃঞ্জয় বসুর পাশাপাশি গ্রেফতার হয়েছেন দলের সহ-সভাপতি রজত মজুমদারও। তার পরেই জল্পনা শুরু হয়, এর পর কে? এরই মধ্যে এই মামলায় সোমবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল প্রাক্তন রেলমন্ত্রী তথা তৃণমূল সাংসদ মুকুল রায়কে। 

rahul-sinha-bjp

তৃণমূল কংগ্রেসের সদস্য সংগ্রেহের ক্ষেত্রেও সিবিআই নজরদারির দাবি বিজেপির

তৃণমূল কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযানের দিকেও সিবিআই এবং তদন্তকারি আর্থিক সংস্থাগুলিকেনজর রাখতে অনুরোধ জানাল রাজ্য বিজেপি।

33387-arun-jethly-klsklkala

রাজ্যের পাশে থাকার বার্তা জেটলির

প্রদীপ ধরানোর সময় মোমবাতিটা তাঁর দিকেই বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সাগ্রহে সেই মোমবাতি দিয়েই প্রদীপ জ্বালিয়ে সূচনা করলেন দু’দিনের ‘আন্তর্জাতিক শিল্প সম্মেলন

Winter morning (Maidan)

শীতর আশ্বাস কলকাতাই

শেষ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝাই কলকাতায় হাজির করাচ্ছে শীতকে। পৌষের একেবারে শুরুতেই।
 

mamata-modi-merge

মোদীকেদিলেন চিঠি মমতা

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার দাবিতে বারেবারে সরব হয়েছেন তিনি। কিন্তু যে বৈঠকে রাজ্যকে আরও বেশি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলো, সেখানে স্রেফ রাজনৈতিক কারণে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়! নেহরুর আমলের যোজনা কমিশন তুলে দিয়ে নতুন কমিটি গড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে চারটি বাদে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির থাকলেও পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

 
mamata-banerjee

মমতার বক্তব্য

‘মুখ্যমন্ত্রীই বলেছেন’ কথাটা উচ্চারণ করা মাত্রই শুক্রবার বিচারক তাঁকে থামিয়ে দিলেন বটে, কিন্তু পরবর্তী সময়ে তাঁর মক্কেলের জামিন চাওয়ার জন্য তিনি যে গত ২২ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই হাতিয়ার করবেন তা জানিয়ে দিলেন রামদুলাল মান্না। রামদুলালবাবু খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত জিয়াউল হকের আইনজীবী।

bjpb1

হাইকোর্ট শর্তসাপেক্ষে বিজেপি

র্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা নিয়ে টানাপড়েনের প্রথম রাউন্ডে এগিয়ে রইল বিজেপি। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ গিয়েছে তাদেরই পক্ষে। হাইকোর্ট শর্তসাপেক্ষে বিজেপি-কে রবিবার ধর্মতলায় তাদের ঘোষিত জায়গায় সভা করার অনুমতি দিয়েছে। যে রায়ের বিরুদ্ধে আজ, শনিবার ফের আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে।

b.j.p

সভার জন্য হাইকোর্টে বি জে পি

 ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ৩০ নভেম্বর বি জে পি-র সভাপতি অমিত শাহর জনসভা হবে কি না, তা আপাতত হাইকোর্টের রায়ের ওপর নির্ভরশীল৷‌ সোমবার বি জে পি-র আইনজীবী কৌশিক চন্দ্রের বক্তব্য শুনে হাইকোর্ট নতুন করে মামলা দায়ের করতে বলেছে৷‌

momota

কাজের দিনে ফের মিছিল

কাজের দিনে হৃদ্রোগে আক্রান্ত মহানগরী! শরীরের প্রধান ধমনী-শিরার অনেকগুলিই আক্রান্ত। সৌজন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিল। কলকাতা পুলিশ অবশ্য এ দিন বাইপাস সার্জারির মতো করে অলিগলি দিয়ে যানবাহন চালানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি বললেই চলে। এর জেরে ভরদুপুরে পথে বেরোনো নাগরিকেরা নাকাল হয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দরবার করলেন মোর্চা নেতৃত্ব

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দরবার করলেন মোর্চা নেতৃত্ব৷‌ সোমবার৷‌ দাবি তুললেন গোর্খাল্যান্ডের৷‌ মোর্চার ওই দাবির ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে অবগত, তা নিজে জানিয়েও দিয়েছেন বলে জানালেন বিমল গুরুং৷‌

18-amit-shah1

মহানগরি দখলের ডাক দিল অমিত শাহ

ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহর সভার মূল সুর ছিল ২০১৬-য় বাংলা দখল৷‌ আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে তাঁদের লক্ষ্য কলকাতা পুরসভা দখল৷‌ সভায় নেতারা ভাষণে বলেন, বাংলা এখন আবার পরিবর্তনের মুখে এসে দাঁড়িয়েছে৷‌ দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ রবিবার এই সভায় বললেন, তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে৷‌ শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বাংলায় রাজ করার জন্য কমিউনিস্টদের সুযোগ দিয়েছেন৷‌ তৃণমূলকে সুযোগ দিয়েছেন৷‌ এবার বি জে পি-কে একবার সুযোগ দিন৷‌...........

ছাত্র-সঙঘর্ষে উত্তাল বহরমপুরের কলেজ

সোমবার দুপুরে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সঙঘর্ষে উত্তাল হয়ে উঠল বহরমপুর কৃষ্ণনাথ কলেজ চত্বর৷‌ এদিন দু’দলের মধ্যে প্রচণ্ড মারামারি হয়৷‌ ঘটনায় আহত হয়েছে দু’পক্ষের ৮ জন৷‌ তাদের মধ্যে ৬ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷‌ পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ৷‌ 

cpim

মমতার গ্রেফতার দাবি জানিয়েছেন সিপিএম

সোমবার সারদা-কেলেঙ্কারিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার একই দাবি শোনা গেল বাম নেতাদের গলায়। এ দিন রাস্তায় নেমে তাঁরা বললেন, সারদা কেলেঙ্কারিতে নাম উঠে আসায় মুখ্যমন্ত্রীকে জেরা এবং প্রয়োজনে গ্রেফতার করতে হবে।
 

tmc1

কাজ করতে না দেওয়ার চক্রাম্ত চলছে তৃণমূলের

সীমাম্ত শহর বনগাঁকে যানজট-মুক্ত করতে, আম্তর্জাতিক বাণিজ্যের সুবিধার্থে একটি ফ্লাইওভার করার জন্য ১০ কোটি টাকা এবং ইছামতী নদী সংস্কারের জন্য আরও ৩০ কোটি টাকা অনুমোদন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ সোমবার বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত এক সরকারি কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী জেলার ৭৫টি প্রকল্পের উদ্বোধন, ৭৩টি প্রকল্পের শিলান্যাস এবং কন্যাশ্রী, যুবশ্রী, সাইকেল বিতরণ-সহ একাধিক পরিষেবা প্রদান করেন৷‌ 

amitavo

ধর্মতলায় অমিত সভা

শেষ পর্যম্ত কলকাতা পুরসভা ও দমকল বি জে পি-কে ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করার ছাড়পত্র দিতে বাধ্য হল৷‌ ফলে আজ রবিবার, বেলা দেড়টা থেকে শুরু হচ্ছে বি জে পি-র সভা৷‌ এদিনের এই রাজনৈতিক সমাবেশকে বি জে পি উত্থান দিবস হিসেবে পালন করছে৷‌ এদিনের মুখ্য বক্তা দলের কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ৷‌ থাকবেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ৷‌ শনিবার সকালে বি জে পি-র পক্ষ থেকে অলক গুহ রায় পুরসভা ও দমকলের ছাড়পত্র জোগাড় করেন৷‌......................................

BJP_flags_AFP3

ঝাড়খণ্ডে এবার বিজেপি

বুথফেরত সমীক্ষার ফলই মিলে গেল। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত জম্মু-কাশ্মীর এবং ঝাড়খণ্ডে ভোটগণনার যে চিত্র, তাতে বুথফেরত সমীক্ষার সঙ্গে প্রায় মিলে গেল চূড়ান্ত ফল। এখনও পর্যন্ত বেশ কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। সর্বশেষ যা চিত্র, তাতে ঝাড়খণ্ডে সরকার গঠনের পথে বিজেপি। তবে, জম্মু-কাশ্মীরে ম্যাজিক সংখ্যা কোনও দলই একক ভাবে ছুঁতে পারেনি। সে ক্ষেত্রে সরকার কোন দল কী ভাবে গঠন করবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

Delhi-fog-1

বিমান ও ট্রেন চলাচল ব্যাহত কুয়াশায় জন্য

শীতের সকালে কুয়াশার জেরে বিপর্যস্ত বিমান ও ট্রেন চলাচল। দৃশ্যমানতা কম থাকায় উড়তে দেরি করল বেশ কিছু বিমান। ব্যাহত হল হাওড়া ও শিয়ালদহ শাখায় দূরপাল্লার ট্রেন চলাচল।ঘন কুয়াশার জেরে শনিবার সকালে প্রায় তিন ঘন্টার জন্য বন্ধ থাকল কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচল। ক্যাট ২ বি প্রযুক্তি ব্যবহারের পর থেকে সর্বনিম্ন ৩০০ থেকে ৩৫০ মিটার পর্যন্ত দৃশ্যমানতায় অবতরণ করা যায় কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রের খবর, এ দিন সকালে ওই দৃশ্যমানতা নেমে যায় ৫০ মিটারে। ফলে, একেবারে বন্ধ হয়ে যায় বিমানের ওঠা-নামা।

mamata-banerjee_2_0_0_0_0_0_0_0_0

মমতার নাম মদনের মুখে

সারদা কেলেঙ্কারি প্রসঙ্গে আবার আদালতে উঠে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

এ বার মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ সৈনিক, সারদায় অভিযুক্ত মন্ত্রী মদন মিত্র আদালতে দাঁড়িয়ে মমতার নাম তুলে আনলেন। ঠিক যেমন, গত ১১ সেপ্টেম্বর এই আলিপুর আদালতে দাঁড়িয়েই কোনও প্রসঙ্গ ছাড়াই ‘কৌশলে’ মমতার নাম উল্লেখ করেছিলেন তৃণমূলের সহ-সভাপতি রজত মজুমদার। মঙ্গলবার কার্যত তারই প্রতিধ্বনি শোনা গেল মদনবাবুর মুখেও।

images (1)

১৬ ডিসেম্বর পর্যন্ত সিবিআই কাছে মদন

সারদা কাণ্ডে গ্রেফতার মদন মিত্রকে চার দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। একই সঙ্গে চার দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সুদীপ্ত সেনের আইনজীবী নরেশ ভালোড়িয়াকেও। এঁদের দু’জনকেই ৭ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছিল সিবিআই।................

boi

বইমেলায় থাকছে অ্যানড্রয়েড অ্যাপ‍্স

এবার বইমেলায় থাকছে বিশেষ অ্যাপ‍্স৷‌ পছন্দের বইয়ের স্টল কোথায় আছে, জেনে নেওয়া যাবে এই অ্যাপ‍্সের সাহায্যে৷‌ যে-কোনও অ্যানড্রয়েড মোবাইলেই এই অ্যাপ‍্স ডাউনলোড করা যাবে৷‌ ...............

mamata-banerjee_2_0_0_0_0_0_0_0_0

কোন অফিসার দিল্লি যাবেন, বলবেন দিদি

কেন্দ্রে বিজেপি সরকারের বয়স ছ’মাস পেরোলেও এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বার দেখা করার সময় হয়নি তাঁর। নিজের মন্ত্রীদের উপরেও অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন। এ বার কেন্দ্রের ডাকে রাজ্যের আমলাদের দিল্লি যাওয়ার ক্ষেত্রে লিখিত ভাবেই রাশ টানলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুখ্যসচিব সঞ্জয় মিত্র যে নির্দেশিকা জারি করেছেন তার মূল কথা, এখন থেকে সচিব বা তার উপরের স্তরের অফিসারদের দিল্লি বা দেশের অন্যত্র কেন্দ্রীয় সরকারের ডাকা বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর অনুমতি নিতে হবে। সচিব পর্যায়ের নীচের অফিসারদের ক্ষেত্রে সফরের আগে অনুমতি নিতে হবে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের। এখানেই শেষ নয়, গত ছ’মাসে যে যে অফিসার দিল্লি বা অন্য রাজ্যে সরকারি বৈঠকে যোগ দিতে গিয়েছেন, তাঁদের নামের তালিকা এবং সেই সব সফরের জন্য কত টাকা খরচ হয়েছে তার বিশদ বিবরণও আলাদা ভাবে তলব করা হয়েছে। সফরের আগে অনুমতি নিতে বলার কারণ হিসেবে নির্দেশিকায় লেখা হয়েছে, ঘন ঘন সফরের ফলে এক দিকে যেমন খরচ বাড়ছে, তেমনি সিনিয়র অফিসারদের অনুপস্থিতিতে কাজেরও ক্ষতি হচ্ছে.....................