ফিলিপ জোয়েল হিউজের মৃত্যু
প্রায় ছাব্বিশ বছরের ফিলিপ জোয়েল হিউজের মৃত্যু ক্রিকেটের নিজস্ব দুনিয়া কাঁপিয়ে দিয়েছে৷ এবং এই ঘটনা একাধিক চিম্তা-ভাবনারও জন্ম দিয়েছে৷ শোনা যাচ্ছে তরুণ অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিউজের মাথায় থাকা হেলমেটটির মান ভাল ছিল না৷ মৃত্যুসংবাদ সর্বদাই মানুষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে দুর্বলও করে দেয়৷............