ফিলিপ জোয়েল হিউজের মৃত্যু
প্রায় ছাব্বিশ বছরের ফিলিপ জোয়েল হিউজের মৃত্যু ক্রিকেটের নিজস্ব দুনিয়া কাঁপিয়ে দিয়েছে৷ এবং এই ঘটনা একাধিক চিম্তা-ভাবনারও জন্ম দিয়েছে৷ শোনা যাচ্ছে তরুণ অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিউজের মাথায় থাকা হেলমেটটির মান ভাল ছিল না৷ মৃত্যুসংবাদ সর্বদাই মানুষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে দুর্বলও করে দেয়৷............
প্রায় ছাব্বিশ বছরের ফিলিপ জোয়েল হিউজের মৃত্যু ক্রিকেটের নিজস্ব দুনিয়া কাঁপিয়ে দিয়েছে৷ এবং এই ঘটনা একাধিক চিম্তা-ভাবনারও জন্ম দিয়েছে৷ শোনা যাচ্ছে তরুণ অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিউজের মাথায় থাকা হেলমেটটির মান ভাল ছিল না৷ মৃত্যুসংবাদ সর্বদাই মানুষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে দুর্বলও করে দেয়৷ এই সাময়িক বিষাদে কেউ কেউ ক্রিকেট থেকে বাউন্সারের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করেছেন৷ প্রাসঙ্গিক আলোচনায় ক্রিকেটের ইতিহাস, টেকনিক এবং হেলমেটের ব্যবহার ইত্যাদিও এসেছে৷ ব্যক্তিগত বীরত্ব, সাহস ও উন্নতমানের টেকনিক ইচ্ছেমতো সরবরাহ করা যায় না৷ কাউকে নির্ভুল বা উন্নতমানের টেকনিক সম্পর্কে অবহিত করা যায়৷ আধুনিক সময়ের সুফল হিসেবে নির্ভুল টেকনিকের জীবম্ত উদাহরণ দেখিয়ে বিশ্লেষণও করা যায়৷ কিন্তু কাউকে রূপাম্তরিত করা যায় না৷ একমাত্র ব্যক্তিগত যোগ্যতা ও সাহসের সঙ্গে প্রবল ইচ্ছাশক্তিই কাউকে পরিস্হিতির মোকাবিলা করতে শেখাতে পারে৷ সাহায্য করতে পারে আধুনিক সময়ের বিজ্ঞান ও প্রযুক্তিগত সুবিধাও৷ ফুটবলের বুট পরীক্ষার মতো আম্পায়াররাও পরীক্ষা করে হেলমেটের উন্নতমানকে সুনিশ্চিত করতে পারেন৷ প্রযুক্তিগত সাহায্য ব্যাটসম্যানের আউট হওয়ার (ফুটবলের ক্ষেত্রে বল গোল লাইন অতিক্রম করা) ক্ষেত্রে যাবতীয় সন্দেহ দূর করায় সাহায্য করতে পারে৷ উন্নতমানের গবেষণার জন্য ক্রিকেট-সহ সবরকম খেলাধুলোর জগৎ অর্থও বিনিয়োগ করতে পারে৷ সাফল্য-ব্যর্থতার প্রশ্নে সুনিশ্চিত হওয়ার জন্য এই বিনিয়োগ ক্রিকেট-সহ সব খেলাধুলোর ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে৷ সকলেই জানেন যা ঘটেছে তা নিতাম্তই অবাঞ্ছিত ঘটনা৷ কোনও ক্রিকেটার অন্য একজনের মৃত্যুর কারণ হতে পারেন না৷ বাউন্সার দেওয়া বোলার শেন অ্যাবটকেও দ্রুত স্বাভাবিক মানসিকতায় ফিরিয়ে আনতে হবে, সেটাও স্বাভাবিক মানসিকতা৷