Buscar
miércoles, 15 de enero de 2025 00:20h.

সভার জন্য হাইকোর্টে বি জে পি

 ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ৩০ নভেম্বর বি জে পি-র সভাপতি অমিত শাহর জনসভা হবে কি না, তা আপাতত হাইকোর্টের রায়ের ওপর নির্ভরশীল৷‌ সোমবার বি জে পি-র আইনজীবী কৌশিক চন্দ্রের বক্তব্য শুনে হাইকোর্ট নতুন করে মামলা দায়ের করতে বলেছে৷‌

 ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ৩০ নভেম্বর বি জে পি-র সভাপতি অমিত শাহর জনসভা হবে কি না, তা আপাতত হাইকোর্টের রায়ের ওপর নির্ভরশীল৷‌ সোমবার বি জে পি-র আইনজীবী কৌশিক চন্দ্রের বক্তব্য শুনে হাইকোর্ট নতুন করে মামলা দায়ের করতে বলেছে৷‌ আজ, মঙ্গলবার বি জে পি সেই মামলা দায়ের করছে৷‌ এর আগে হাইকোর্টের নির্দেশেই কলকাতার নগরপাল সুরজিৎ কর পুরকায়স্হ রাজ্য বি জে পি-র সঙ্গে আলোচনায় বসেছিলেন৷‌ জানিয়ে দিয়েছিলেন, পুলিসের অনুমতি নির্ভর করছে কলকাতা পুরসভা ও দমকলের অনুমতির ওপর৷‌ বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে আইনজীবী কৌশিক চন্দ সোমবার সকালে জানান, অন্যায় ভাবে কলকাতা পুলিস আমাদের ধর্মতলায় জনসভা করার অনুমতি দিচ্ছে না৷‌ বিচারপতি জানতে চান, পুলিস কি লিখিত ভাবে কিছু জানিয়েছে? জানালে সেই চিঠি কোথায়? কৌশিক চন্দ চিঠির প্রতিলিপি বিচারপতির হাতে তুলে দেন৷‌ বিচারপতি তা পড়ে বলেন, এখানে কোথাও তো অনুমতি দেবে না, এমন কথা বলা নেই৷‌ বলা হয়েছে, আগে পুরসভা ও দমকলের অনুমতি জোগাড় করতে৷‌ আপনারা তা জোগাড় করেছেন? আইনজীবী বলেন, আমরা আবেদন করেছি৷‌ পেয়েও যাব৷‌ কিন্তু আমাদের গভীর আশঙ্কা, সেটা পাওয়ার পর পুলিস নানা অছিলায় ওখানে সভা করার অনুমতি দেবে না৷‌ তাই হাইকোর্টের হস্তক্ষেপ চাইছি৷‌ বিচারপতি এ ব্যাপারে নতুন করে মামলা করার নির্দেশ দেন৷‌