কানাডার কর্মস্থলে চলছে ব্যাপক যৌন হয়রানি
কানাডা
কানাডার ব্যাপক সংখ্যক নারী কর্মস্থলে যৌন হয়রানি ও যৌন হামলার শিকার হয়ে থাকেন। অনেকেই এ ঘটনা চেপে যান বা চাকরিদাতাদের জানান না । এক মতামত জরিপে এ চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে।
গত মাসে কানাডার একজন শীর্ষস্থানীয় রেডিও সঞ্চালককে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতারের পর এ মতামত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডার সমাজে যৌন হয়রানিকে কেন্দ্র করে জরুরি বিতর্কের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এরপর থেকে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ তুলনামূলক ভাবে বেড়েছে।...............
কানাডার ব্যাপক সংখ্যক নারী কর্মস্থলে যৌন হয়রানি ও যৌন হামলার শিকার হয়ে থাকেন। অনেকেই এ ঘটনা চেপে যান বা চাকরিদাতাদের জানান না । এক মতামত জরিপে এ চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে।
গত মাসে কানাডার একজন শীর্ষস্থানীয় রেডিও সঞ্চালককে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতারের পর এ মতামত জরিপের ফলাফল প্রকাশ করা হলো। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কানাডার সমাজে যৌন হয়রানিকে কেন্দ্র করে জরুরি বিতর্কের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এরপর থেকে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ তুলনামূলক ভাবে বেড়েছে।
এ মতামত জরিপে যৌন সুযোগ গ্রহণের চেষ্টা করা বা এ সংক্রান্ত আলোচনা বা ইংগিতকে যৌন হেনেস্তা হিসেবে ধরা হয়েছে। ১৫০০ কর্মজীবী নারীর ওপর চালানো এ জরিপে দেখা গেছে, এদের ৪৮ শতাংশ কর্মস্থলে নানা ভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন।
এর মধ্যে অল্প কয়েক জন ন্যাক্কারজনক বিষয়টি চাকরিদাতাকে অবহিত করেছেন। চাকরি হারানোর ভয়সহ অন্যান্য কারণে বাকিরা এ জাতীয় ঘটনা চেপে যেতে বাধ্য হয়েছেন বলে মতামত জরিপে দেখা গেছে।