Buscar
sábado, 21 de diciembre de 2024 00:25h.

নতুন জার্সিতে টিম ইন্ডিয়া

বিশ্বকাপের আগে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি লঞ্চ হল অস্ট্রেলিয়ার মেলবোর্নে

Team India New Jersey
Team India New Jersey

বিশ্বকাপের আগে নতুন জার্সিতে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি লঞ্চ হল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিশ্বকাপের আগে এই জার্সিতেই অষ্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজও খেলবে ভারতীয় দল। আগামীকাল থেকেই শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এর মধ্যেই, নতুন জার্সি পরে ফটো শ্যুটেও দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। এর আগে, ২০১১-র বিশ্বকাপের আগেও পরিবর্তন এসেছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে।  নতুন এই জার্সির ডিজাইন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকি। মেন ইন ব্লু এবার নতুন নীল রঙে মাঠে ঔজ্জ্বল্য ছড়াবেন। জার্সি এবার হয়েছে হাল্কা নীল রঙের। জার্সির হাতায় রয়েছে কমলা রঙের বর্ডার।