Buscar
sábado, 21 de diciembre de 2024 00:25h.

হত্যা করে সিএনজি ছিনতাই

সাভারে ইকবাল আলীকে  নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

 সাভারে ইকবাল আলীকে  নামে এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার ভোরে হেমায়েতপুরের যাউচর এলাকার স্থানীয় সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় চালক ইকবাল আলীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে মারা যান তিনি। নিহত ইকবাল ঝাউচর এলাকার হযরত আলীর ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে কেরানীগঞ্জের কানারচড় এলাকা থেকে তিন ছিনতাইকারী যাত্রীবেশে ইকবালের সিএনজিতে উঠে। এ সময় তিনি শ্যামপুরের ঝাউচর এলাকার একটি সড়কে এসে পৌঁছলে ছিনতাইকারীরা সিএনজি থামাতে বলে। পরে তারা সিএনজি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে চালক ইকবাল বাধা দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পিঠে গুলি করে সিএনজি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ছিনতাই হয়ে যাওয়া সিএনজি উদ্ধার বা ছিনতাইকারীদের এখনও গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।